ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

নিজস্ব সংবাদ :

আন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের হামলায় এবার নাকাল রাশিয়া। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে খুনের পরে এবার ৯/১১-র ধাঁচে রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার সকালে একের পর এক ড্রোন আছড়ে পড়েছে কাজান শহরের সুউচ্চ বহুতল ভবনগুলিতে। আর তাতেই ভয়াবহ আগুন ধরে গিয়েছে একাধিক ভবনে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মুহুর্মুহু ড্রোন হামলার পরেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে কাজান বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। চলতি বছরেই কাজান শহরে বসেছিল ব্রিকস সম্মেলন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডন্ট শি চিনফিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এদিন সকালেই ওই শহরের সুউচ্চ অট্টালিকাকে লক্ষ্য করে একের পর এক ড্রোন আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’তে দেখা গিয়েছে, চারিদিক থেকে ঝাঁকে-ঝাঁকে ছুটে আসা বিশালাকায় ড্রোনগুলি সরাসরি বহুতল ভবনগুলিতে গিয়ে ধাক্কা মেরে ধ্বংস হয়ে যাচ্ছে।

ধাক্কার সঙ্গে সঙ্গেই ভবনগুলিতে দাউ-দাউ করে জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে পাগলের মতো ভবনগুলো থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন বাসিন্দারা। অনেকে প্রাণভয়ে নিরাপদ দুরত্বে ছুটছেন। ড্রোন হামলায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে ওই ড্রোন হামলার কথা স্বীকার করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়রের দফতরের তরফে জানানো হয়েছে, ড্রোন হামলায় যে ভবনগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ভবনের ভিতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৯ বার পড়া হয়েছে

রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের হামলায় এবার নাকাল রাশিয়া। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে খুনের পরে এবার ৯/১১-র ধাঁচে রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার সকালে একের পর এক ড্রোন আছড়ে পড়েছে কাজান শহরের সুউচ্চ বহুতল ভবনগুলিতে। আর তাতেই ভয়াবহ আগুন ধরে গিয়েছে একাধিক ভবনে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মুহুর্মুহু ড্রোন হামলার পরেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে কাজান বিমানবন্দর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। চলতি বছরেই কাজান শহরে বসেছিল ব্রিকস সম্মেলন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডন্ট শি চিনফিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এদিন সকালেই ওই শহরের সুউচ্চ অট্টালিকাকে লক্ষ্য করে একের পর এক ড্রোন আছড়ে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’তে দেখা গিয়েছে, চারিদিক থেকে ঝাঁকে-ঝাঁকে ছুটে আসা বিশালাকায় ড্রোনগুলি সরাসরি বহুতল ভবনগুলিতে গিয়ে ধাক্কা মেরে ধ্বংস হয়ে যাচ্ছে।

ধাক্কার সঙ্গে সঙ্গেই ভবনগুলিতে দাউ-দাউ করে জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে পাগলের মতো ভবনগুলো থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন বাসিন্দারা। অনেকে প্রাণভয়ে নিরাপদ দুরত্বে ছুটছেন। ড্রোন হামলায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে ওই ড্রোন হামলার কথা স্বীকার করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়রের দফতরের তরফে জানানো হয়েছে, ড্রোন হামলায় যে ভবনগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ভবনের ভিতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।