ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে টিকিট না পেয়ে মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকেরা, স্টেডিয়ামের গেট ভাঙচুর

নিজস্ব সংবাদ :

বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। টিকিটপ্রত্যাশী দর্শকরা টিকিট না পেয়ে প্রথমে মিরপুরের স্টেডিয়াম গেটে ভাঙচুর চালিয়েছেন। এসময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।

বিসিবি জানিয়েছিল, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। পরে মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন দর্শকেরা।

ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম বড় টুর্নামেন্ট বিপিএলই। শুরু থেকেই তিনি দেশের ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্টে নতুনত্ব আনার আশ্বাস দিয়ে আসছিলেন।

টুর্নামেন্ট শুরুর আগের দিনও বিসিবি ঘোষণা করেননি টিকিট কোথায় পাওয়া যাবে এবং এর দাম কত। এজন্য অনেকেই সোমবার সকালে মিরপুর স্টেডিয়াম বুথে হাজির হন টিকিট কিনতে। কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় গোলমাল।

পরে পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের বৃত্তান্ত জানায়। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২,০০০ টাকা। টিকিট কেনা যাবে অনলাইন এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখা থেকে। শাখাগুলো হচ্ছে- মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্‌দীন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
৬৩ বার পড়া হয়েছে

বিপিএলে টিকিট না পেয়ে মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকেরা, স্টেডিয়ামের গেট ভাঙচুর

আপডেট সময় ০২:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। টিকিটপ্রত্যাশী দর্শকরা টিকিট না পেয়ে প্রথমে মিরপুরের স্টেডিয়াম গেটে ভাঙচুর চালিয়েছেন। এসময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।

বিসিবি জানিয়েছিল, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। পরে মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন দর্শকেরা।

ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম বড় টুর্নামেন্ট বিপিএলই। শুরু থেকেই তিনি দেশের ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্টে নতুনত্ব আনার আশ্বাস দিয়ে আসছিলেন।

টুর্নামেন্ট শুরুর আগের দিনও বিসিবি ঘোষণা করেননি টিকিট কোথায় পাওয়া যাবে এবং এর দাম কত। এজন্য অনেকেই সোমবার সকালে মিরপুর স্টেডিয়াম বুথে হাজির হন টিকিট কিনতে। কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় গোলমাল।

পরে পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের বৃত্তান্ত জানায়। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২,০০০ টাকা। টিকিট কেনা যাবে অনলাইন এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখা থেকে। শাখাগুলো হচ্ছে- মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্‌দীন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।